হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আলোকিত সমাজ গড়তে একঝাঁক যুবকের পদচারণায় সারাদেশের ন্যায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২জুলাই বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর জেলা যুবলীগের আয়োজনে জেলা শিল্পকলা মাঠে এই তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ ও উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম।
জয় যাত্রা সমাবেশ সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর। সঞ্চালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর।