শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:০৪

শরীয়তপুরে বিএম ইউসুফ আলীর বাড়িতে ডাকাতির চেষ্টা রুখে দিল গ্রামবাসী

মে ২৬, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার আটং গ্রামবাসী রুখে দিল ডাকাতির ঘটনা। গত মঙ্গলবার দিনগত গভীররাতে জেলার আটং গ্রামে গৃহকর্তা ও গৃহকর্ত্রীদের সাহসিকতায় অল্পের জন্য ডাকাত দলের হাত থেকে রক্ষা পেল পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব‍্যবস্হাপনা পরিচালক

বি এম ইউসুফ আলীর গ্রামের বাড়ির পরিবার। সংবাদ পেয়ে ২৫মে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

আটং গ্রামের বাসিন্দা ও বিএম ইউসুফ আলীর মামা আমির হোসেন কোটারী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দিনগত রাতে খাবার খেয়ে আমরা বাসার নিচ তালার রুমে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে বাসার নিচ তলার গ্রীলের দরজার শব্দ শুনতে পেয়ে আমি ও আমার স্ত্রী ঘুম থেকে জেগে উঠে বাসার ভিতরে লোকজনের আনাগোনা বুঝতে পারি। আমরা স্বামী-স্ত্রী চিৎকার চেচামেচি শুরু করলে অজ্ঞাত ওই লোকজন  ঘরের দরজা ভাঙ্গতে শুরু করলে আমরা স্বামী-স্ত্রী দুজনে শক্ত করে দরজা ধরে রেখে জোরেজোরে চিৎকার দিতে থাকি। আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘুম থেকে জেগে উঠলে তারা পালিয়ে যায়। আমাদের বাড়ির আনোয়ারকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল ছিল ডাকাত দল। ডাকাত দলের মধ্যে অজ্ঞাত লোকজনের সংখা ১০/১২ জন এবং মুখোশধারী ছিল বলেও জানান তিনি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানান, ডাকাতির চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আশা করি শীঘ্রই এর সাথে জড়িতদের আটক করতে সক্ষম হব।

তবে দীর্ঘদিন ধরে আটং এলাকায় বাড়িঘরে ও সড়কে রাতে ডাকাতি করে আসছে সংঘবদ্ধ শক্তিশালী ডাকাতদল। আটং এবং ছয়গাও সড়ক দিয়ে রাত হলে নিরাপদে বাড়ি যেতে পারেন না পথচারী ও গাড়ির যাত্রীরা। প্রতিনিয়তই এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের পড়তে হয় ডাকাতের কবলে। তাই এই এলাকায় পুলিশের টহল বাড়ানো উচিত বলে মনে করছেন এলাকাবাসী।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur