হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১ সেপ্টেম্বর বেলা ১১টায় শরীয়তপুরের ধানুকা রানী মহলে শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর, জেলা যুবদলের সভাপতি আরিফ মোল্লা, জেলা যুবদল নেতা এ্যাডভোকেট মৃধা নজরুল কবির, সাবেক ভিপি নাজমুল হক বাদল প্রমুখ।