সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৬:১৬

শরীয়তপুরে বাস-নছিমন-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত ৪

ফেব্রুয়ারি ২০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরে যাত্রীবাহী বাস, নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মফিজ হাওলাদার(৫০) নামে নছিমন চালক নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর-জাজিরা সড়কের ডোমসার ভাস্করদী মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নছিমন চালক মফিজ হাওলাদার শরীয়তপুর সদর উপজেলার চরচিকন্দী গ্রামের মৃত গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলা মাঝিরঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শরীয়তপুর-জাজিরা সড়কের ভাস্করদী মোড়ে পৌঁছলে ডোমসার থেকে আসা নছিমন ও শরীয়তপুরের দিক থেকে আসা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের সামনের চাকা দুমড়ে মুচড়ে যায় এবং নছিমন খালে পড়ে যায়। নছিমন চালক মফিজ হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত হয়েছে ৪ জন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ও ঢাকায় পাঠানো হয়েছে।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল থেকে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করলে পথে নছিমন চালক মারা যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur