রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:০২

শরীয়তপুরে ফেরিঘাট চালুর দাবিতে গণ-অনশন

সেপ্টেম্বর ১৮, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে দ্রুতি সময়ের মধ্যে ফেরি চালুর দাবিতে মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাটে চলছে গণ-অনশন কর্ম্সচী। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ‘পদ্মা সেতু রক্ষা কমিটি’ নামের স্থানীয় একটি সংগঠন ফেরিঘাটের প্লাটুনের সামনে এ গণ-অনশনের আয়োজন করে।

অনশনে অংশগ্রহণকারীরা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে জাজিরা শিমুলিয়া নৌরুট চালু হলেও অদৃশ্য কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে ছাত্তার মাদবর-মঙ্গল মাঝিরঘাট শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু করতে হবে।

তারা আরো জানান, প্রায় একমাস হল জাজিরা প্রান্তে অর্ধ কোটি টাকা ব্যয় ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। ২৬ আগস্ট পরীক্ষামূলক ফেরি চলাচলের কথা ছিল এবং ২৭ আগস্ট শুক্রবার থেকে আনুষ্ঠানিক ফেরি চলাচলের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারণে এই ফেরি চলাচল এখনো শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। যার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলার মানুষের দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে।

বক্তারা জানান, মৃতদেহ পর্যন্ত এই অঞ্চলে আনা সম্ভব হচ্ছে না ঢাকায় সেগুলো সৎকার দাফনের ব্যবস্থা করা হচ্ছে। মুমূর্ষ রোগীদের চিকিৎসার জন্য পাটুরিয়া-দৌলতদিয়া অথবা চাঁদপুর-শরীয়তপুর ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিতে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। যার ফলে অনেক রোগী এই পথে মারা যাচ্ছেন।

পদ্মা সেতু রক্ষা কমিটির সমন্বয়ক জামাল মাদবর জানান, পদ্মাসেতুতে আঘাত করলে আমাদের হৃদয়ে আঘাত লাগে। কয়েক মাসের ব্যবধানে এ পর্যন্ত ৫ বার আঘাত লেগেছে। সেতু ধাক্কার ঘটনা ঘটলেও স্থানান্তরের কোনো উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে পদ্মা সেতুর নিচে ফেরি চলাচল বন্ধ ও বিকল্প ফেরিঘাট চালু করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে


প্রসঙ্গত ১৮ আগস্ট থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি আবারো পদ্মা সেতুর স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ নিয়ে পাঁচবার ফেরি আঘাত করল পদ্মা সেতুতে। সেই বিড়ম্বনা এড়াতেই নৌ পরিবহন মন্ত্রণালয় জরুরী সেবা এম্বুলেন্স লাশবাহী গাড়ি ও গুরুত্বপূর্ণ ছোট যানবাহন চলাচলের জন্য ছাত্তার মাদবর-মঙ্গল মাঝি ফেরি ঘাট স্থাপন করেন। কিন্তু নাব্যতা সংকট দেখিয়ে এই রুটে আর ফেরি চলাচল শুরু হয়নি। কবে নাগাদ এই ফেরি চলাচল শুরু হবে সে বিষয়ে বিআইডব্লিটিএ বা বিআইডব্লিউটিসি নিশ্চিত করতে পারেনি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur