হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে মহানবীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে মহানবীর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, জেলা সিভিল সার্জন আব্দুল হাদী মোহাম্মদ শাহপরান, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক গাজী শরিফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মুহাম্মাদ তালুত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জ্যওতই বিকাশ চন্দ্র প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।