শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৭

শরীয়তপুরে কৃষক হত্যা মামলায় ১২জনকে যাবজ্জীবন কারাদণ্ড

আগস্ট ২২, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

প্রতিপক্ষকে ফাসাতে জাজিরা উপজেলার জয়নগরের কৃষক সামাদ মাদবর হত্যা মামলায় ১২জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শরীয়তপুর জেলা ও দায়রাজজ আদালত। সোমবার (২২আগস্ট) বেলা ১২টার দিকে  জেলা ও দায়রাজজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা আসামীরা হলেন- আজিজুল মাদবর পিতা- মৃত নবুল্যা মাদবর , রফিক মৃধা ( ৩০ )  পিতা আঃ রহিম মৃধা , লিটন মাদবর ( ৩৩ ) পিতা- মৃত আঃ মজিদ মাদবর , মান্নান মৃধা ( ৪৫ )  পিতা- আমিন উদ্দিন মৃধা , আঃ আলিম মাদবর ( ২৮ ) পিতা- আঃ আজিজ মাদবর , মফিজ মৃধা ( ৪৫ ) পিতা- মৃত হামিজদ্দিন মৃধা , তারন ফরাজী ( ৪৫ ) পিতা- মৃত হুকুম আলী ফরাজী , নুরুল হক মাদবর ( ৩৮ ) পিতা- মৃত নবুল্যা মাদবর , জুলহাস মাদবর ( ৩৪) পিতা- মৃত ইউনুস মাদবর , আলাউদ্দিন ফকির ( ৫০ ) পিতা- দৌলত ফকির , আঃ বারেক মাদবর ( ৩২ ) পিতা- সোহরাব মাদবর , ১২ ) মনির মাদবর ( ৩০ ) , পিতা- মৃত- নবুল্যা মাদবর। দণ্ডপ্রাপ্ত আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার সাক্ষী  সুমন হাওলাদার বলেন, এই মামলার সাক্ষী দিতে যেয়ে আজিজুলের বাহিনী আমাকে অনেক হুমকি দেন। ভয়ে আমি আমার এলাকা  ছেড়ে পালিয়ে যাই।  তারপরে ডিবির কাছে মামলাটা যাওয়ার পরে একটু আশ্বাস পাই তারপরে কোর্টে সাক্ষী দিতে আসি। এই হত্যা মামলার চারজনের ফাঁসি চেয়েছিলাম কিন্তু একজনেরও ফাঁসি হয় নাই। ১২জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন মহামান্য আদালত।

হত্যা মামলার বাদী শাহজালাল মাদবর বলেন, আমার বাবার হত্যা কারীদের ফাঁসি চেয়েছিলাম, মহামান্য আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর্জা হযরত আলী জানান,  সামাদ মাদবর ২০১৫ সালের অক্টোবর মাসে সন্ধ্যায় বাসা থেকে  চায়ের দোকানে চা খেতে আসেন । আসামী আজিজুলসহ ১২ জন মিলে প্ল্যান করে সামাদ মাতবরকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নিহত করে। মামলায় ১২জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানির পর সোমবার ২২আগস্ট রায় দেওয়া হয়। রায়ে ১২ জনকে যাবজ্জীবন  কারাদণ্ডের আদেশ দেন আদালত।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur