নুরুজ্জামান শেখ শরীয়তপুর থেকে।
শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৯ নভেম্বর ২০২২ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভাবনী জয়উল্লাসে স্মার্ট বাংলাদেশ এর ব্যানারে একটি রেলি বের হয়। রেলিটি সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে দুবাই প্লাজা হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে সদর উপজেলার পরিষদ মেলা চত্বরে সমাপ্ত হয়। ডিজিটাল উদ্ভাবনি মেলার উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডিজিটাল উদ্ভাবনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তালুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পারভেজ রহমান জন, মেয়র শরীয়তপুর পৌরসভা, ডাক্তার আল বিধান মোঃ সানাউল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মোহাম্মদ ফারুক আহমদ তালুকদার, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, শরীয়তপুর সদর, সামিনা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সভাপতি শরিয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগ, অলি হালদার উপজেলা কৃষি অফিসার সদর শরীয়তপুর, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান রাজ্জাক। ডিজিটাল উদ্ভাবনী মেলার ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর। ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মূল সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মজিনা খাতুন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সচেতনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুদ সহ অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সকলেই।