শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৭

শরীয়তপুরে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীদের উপর হামলা

অক্টোবর ৫, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুইটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীদের উপর হামলা করেছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাজারের একটি ফ্রিজ মেরামতের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাগচি বাজারে রনি দেবনাথের স্টেশনারী ও সোলায়মান হোসেনের ফ্রিজ মেরামতের দোকান রয়েছে৷ হঠাৎ করেই আগুন ওই দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতা তাদের উপর হামলা করে। হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছে। জিসান ও মহিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

নজরুল ইসলাম নামে এক দোকান মালিক বলেন, আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ নিয়েছে। জনতা তাদের উপর হামলা করায় তারা আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হাকিম বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পৌঁছানোর ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জনতার হামলায় ড্রাইভার আবু মুসা শিকদার আহত হয়েছেন। কি কারণে তারা এই হামলা করল আমরা জানি না। আমরা এ নগ্ন হামলার তিব্র নিন্দা জানাচ্ছি ও তদন্ত করে আইনের আওতায় আনার দাবি করছি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলার ঘটনায় শোনার সাথে সাথে আমরা ঘটনা স্থলে আসি। এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। আটক কৃত দুই জনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur