শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:১০

শরীয়তপুরে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেলো এক কৃষক পরিবার

সেপ্টেম্বর ২৪, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পশ্চিম সোনামুখী গ্ৰামে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক কৃষক পরিবার। শনিবার রাত ৮টার সময় আগুনে ওই গ্রামের কৃষক হুমায়ুন গাজীর তিনটি গাভী, একটি সার গরু, ৪০ মনের অধিক পাট, দুইটি ঘর ও নগদ অর্থসহ সবই পুড়ে ছাই হয়ে যায়। এতে ১০ থেকে ১২ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক হুমায়ুন গাজী। তবে কয়েলের আগুন থেকে এই ক্ষতির হয়েছে বলে ধারণা ক্ষতিগ্রস্ত পরিবারের।

আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ও রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী জানান, হুমায়ুন গাজীর এক ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে এক মেয়েকে বাড়িতে রেখে হুমায়ুন গাজী ও তার স্ত্রী হাসপাতালে ছেলের কাছে ছিলেন। রাতে মেয়ে গরু ঘরে মশার কয়েল জ্বালিয়ে রেখে যায়। ওই মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং আমি যতটুকু পারি এই পরিবারকে সহযোগিতা করব ইনশাল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডিসি স্যার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হুমায়ুন গাজীর পরিবারকে তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকো চাল, ডাল, তেল, কম্বল ও নগদ সাড়ে ৮ হাজার টাকা দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব করে প্রশাসনের পক্ষ থেকে আরও সহযোগিতা করা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur