শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৮

শরীয়তপুরের ডিসি মোহাম্মদ নিজামউদ্দীন আহম্মেদ, উপমন্ত্রীর পিএসকে ভোলায় ডিসি নিয়োগ

জুলাই ১৬, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামান ভোলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন এবং মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। গত ৬ জুলাই উপমন্ত্রীর পিএস আরিফুজ্জামানকে শরীয়তপুরের ডিসি হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী আদেশে তাকে ভোলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে,পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. গোলাম মওলাকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের ডিসি কাজী নাহিদ রসুলকে গাইবান্ধার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ভোলার ডিসি মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। আর শরীয়তপুরের ডিসি আরিফুজ্জামানকে ভোলার ডিসি করা হয়েছে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur