শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩৮

শরীতপুরে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও খাবার বিতরণ করলেন ডিসি পারভেজ হাসান

অক্টোবর ২৫, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। রাতে যেসকল গাছ রাস্তায় পড়ে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত করছিল সেগুলো রাতেই জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের  উদ্যোগে ও  ফায়ার সার্ভিস এর সার্বিক  সহায়তায় সরিয়ে ফেলা হয়েছে। ঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান নিজে  ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ছুটে যান। তাঁদের খোঁজ-খবর নেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে  দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

তুলাসার ইউনিয়নের স্বর্ণঘোষ গ্রামের একজন বীরমুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী  এবং ২ জন দিনমজুরের ঘর ক্ষতিগ্রস্ত হয়। জেলাপ্রশাসক তাৎক্ষণিক তাদের শুকনা খাবার ( চিড়া, গুড়, ডাল ইত্যাদি), ডাইজেস্টিভ বিস্কুট সহ দুপুরের খাবারের জন্য খিচুরীর প্যাকেট প্রদান করেন। এছাড়াও তাদের ঘর মেরামত করে দেয়ার জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন।  অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে দ্রুত  ত্রাণ সহায়তা বিতরণের জন্য  নির্দেশনা প্রদান করেন।

এছাড়া জেলাপ্রশাসক  আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করে তাদের খোঁজ-খবর নেন এবং  শুকনা খাবার, বিস্কুট বিতরণ করেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur