শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫০

শত্রুতা ভুলে আওয়ামীলীগের নেতৃত্বে বিলাসপুর এখন ঐক্যবদ্ধ : বি এম মোজাম্মেল হক

মার্চ ২১, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা আ: কুদ্দুস বেপারী গ্রুপ এবং গত বছরের (১৫-জুন) ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আ: জলিল মাদবর গ্রুপের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়। প্রথমে (২৩-জানুয়ারি) দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এরপর যথাক্রমে (১৫-ফেব্রুয়ারী), (২৫-ফেব্রুয়ারী) এবং সবশেষে গত (১-মার্চ) তাদের মধ্যে সংঘর্ষ হয়।

এ বিষয়ে জাজিরা থানায় সর্বমোট ১০টি মামলার অধীনে বেশ কিছু আসামিদের গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে জাজিরা থানা পুলিশ। এছাড়া বোমের আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছে এবং শত-শত ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

কোনভাবেই তাদের সংঘর্ষ থামানো যাচ্ছিলোনা। এরইমধ্যে সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক (৪-মার্চ) এলাকাটি পরিদর্শন করেন। এবঃ স্থানীয়দের সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণভাবে বসবাস করার অনুরোধ জানান।

সবশেষ গত (১৭-মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের টানা পাঁচ বারের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের টানা দুইবারের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক বিলাসপুরের জানখার কান্দি অবস্থিত তার নিজ বাস ভবনে সংঘাতের সাথে জড়িতদের দু’পক্ষের অধিকাংশের উপস্থিতিতে সকলকে মারামারি-হানাহানি বন্ধ করার আহ্বান জানান। তারি অংশ হিসেবে ২১ মার্চ বিলাসপুর ৬২নং সারেং কান্দী সারেং বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিলাসপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের উপস্থিতিতে উভয় গ্রুপকে মিলিয়ে দেন। এসময় দুই পক্ষই আর সংঘাতে জড়াবেনা বলে প্রতিশ্রুতি প্রদান করে।

এ বিষয়ে চেয়ারম্যান আ: কুদ্দুস বেপারী জানান, আমি আর স্থানীয় দলবল করবোনা। বিলাসপুরের মানুষ সংঘর্ষ বাদ দিয়ে শান্তিতে থাক আমি এটাই চাই। এক্ষেত্রে আমার যা কিছু করা লাগবে আমি তাই করবো। আম একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে শিক্ষা নিয়ে কাজ করতে চাই এবং জনগনের সেবা করে যেতে চাই।

আ: জলিল মাদবর জানান, আমরা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বি এম মোজাম্মেল হক এর আহ্বানে সারা দিয়ে সকলেই সমবেত হয়ে বিলাসপুরের উন্নয়নে কাজ করার জন্য একতাবদ্ধ হয়েছি। অধিকাংশ লোকজনই বি এম মোজাম্মেল হক এর ডাকে সারা দিয়েছে। আমরা আশা করছি বিলাসপুরে আর কখনও সংঘর্ষ হবেনা।

বি এম মোজাম্মেল হক বলেন, বিলাশপুরে দীর্ঘদিন যাবত দুপক্ষের পূর্ব শত্রুতার যের ধরে বিগত দিনে মারামারি হানাহানির কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি আর কোনো সংঘাত হবে না ইনশাআল্লাহ। শান্তির লক্ষ্যে সবসময় আমি সকল ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে আত্মিক সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকবো। আমি আশা করি বিলাসপুরে আর কোন সংঘাত বা মারামারি থাকবেনা। এখন আওয়ামীলীগের নেতৃত্বে বিলাসপুর এখন ঐক্যবদ্ধ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur