মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:১০

র‍্যাবের হাতে আটংয়ের মাদক ব্যবসায়ী সুলতান শিকদার গ্রেফতার

আগস্ট ১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ইসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুতুবপুর এলাকার “জাব্বার স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে আটং গ্রামের মাদক ব্যবসায়ী সুলতান শিকদার (৩৫) নামের এক জনকে আটক করেছে মাদারীপুর র‍্যাব ৮। সোমবার ১ আগস্ট মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ও স্কোয়াড কমান্ডার তুহিন রেজা এর নেতৃত্বে তাকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী সুলতান শিকদারকপ ৬২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।

আটকৃত আসামী শরীয়তপুর সদর থানার দক্ষিণ আটং এলাকার নুরুল হক শিকদারের ছেলে।

আটককৃত আসামী র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানায়,  সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার ডামুড্যা থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চালিয়ে আসছে।

আটককৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদক আইনে মামলা দিয়ে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur