রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:২৪

রুদ্রকর ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হলো বিধবার মাথা গোজার ঠাঁইটুকু

ফেব্রুয়ারি ১৬, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

বিধবা রওশনারা বেগমের একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু আগুনের লেলিহান শিখায় কেড়ে নিয়েছে। তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছে বিধবা। দুই চোখে শুধুই অন্ধকার দেখছে। বুধবার রাতে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন আগে উপজেলা হোগলা গ্রামের শামসুল হক মাদবর ৩ সন্তান রেখে মারা যান। তার মৃত্যুর পরে এতিম ৩ সন্তান নিয়ে বিপাকে পড়ে বিধবা রওশনারা বেগম। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে ৩ সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন বিধবা। বুধবার রাতে সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই বিধবার বসতঘর সম্পূর্ণ এবং নগদ টাকা ও চাল,ডালসহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা বিধবা রওশনারা বেগম। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিধবা রওশনারা বেগম একমাত্র সম্ভলটুকু আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এলাকায় মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে দিনাতিপাত করছে।

রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী বলেন, রওশনারা বেগমের ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে আমি গিয়েছিলাম। আমি যতটুকু পেরেছি পরিবারটির পাশে দাঁড়িয়েছি। পরিবারটি আসলেই খুবই অসহায়।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur