রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:০৮

রুদ্রকর ইউনিয়নের সামাজিক সম্প্রীতি কমিটির সভা

সেপ্টেম্বর ১৫, ২০২২            

ফরহাদ ঢালী, স্টাফ রিপোর্টারঃ

জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রুদ্রকর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

রুদ্রকর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ঢালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব রাকিব হোসেন, রুদ্রকর ইউপি সদস্য আব্দুল আউয়াল টুটুল ঢালী, ছায়েদ শেখ, মোঃ শাহ নীয়াজ সরদার, মহব্বত খান, ইনামুল হক, কামাল গাজি, মোঃ হানিফ সরদার, মিজানুর রহমান ঢালী, মোঃ হানিফ সরদার, তানিয়া আক্তার, মাজেদা বেগম, মোসাঃ রহিমা বেগম,

বীর মুক্তিযোদ্ধা আলীআহামেদ সরদার, মজিবর শিকদার, বাবুল শেখ, মোক্তার সরদার, নারী প্রতিননিধি ছিলেন রুদ্রকর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি ছায়রা খাতুন ও সাধারন সম্পাদক খাদিজা আক্তার  প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur