ফরহাদ ঢালী, স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ নভেম্বর সকাল ১০ টায় রুদ্রকর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল হক।
পরবর্তীতে পুলিশ সুপার রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজার জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে মুসল্লিদের মাদক ও জুয়ার বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন
রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালীসহ ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।