হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
বিধবা রওশনারা বেগমের একমাত্র মাথা গোজার ঠাঁইটুকু আগুনের লেলিহান শিখায় কেড়ে বুধবার ১৫ ফেব্রুয়ারি রাতে । এমন খবর হৃদয়ে শরীয়তপুরে নিউজ প্রকাশ ও ফেইসবুক পেইজ প্রতিদিনের শরীয়তপুরে ভিডিও প্রকাশ হলে নজরে আসে শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের। শুক্রবার সকাল ১০ টায় আগুনে ক্ষতিগ্রস্ত রওশনারা বেগমের বাড়িতে জেলা প্রশাসকের প্রতিনিধি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুনের মাধ্যমে খাদ্য সামগ্রী ও কম্বল পৌঁছে দেন। ঘর উত্তোলন করার জন্য অসহায় রওশনারা বেগমকে জেলা প্রশাসকের তরফ থেকে ঢেউটিন এবং অর্থ দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন। তবে এর আগে বৃহস্পতিবার আগুনে ক্ষতিগ্রস্ত রওশনারা বেগমকে সাহায্য করেন রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী।
সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটির খবর পেয়ে জেলা প্রশাসক স্যার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে সাহায্য নিয়ে পাঠিয়েছেন। আগুনে ক্ষতিগ্রস্ত রওশনারা বেগমকে জেলা প্রশাসকের তহবিল থেকে ঘর উত্তোলনের জন্য ঢেউটিন ও অর্থ দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঢালী, ১নং ওয়ার্ডের সদস্য সায়েদ শেখ, রওশনারা বেগম ও তার পরিবার।