হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে সাফিয়া বেগম নুরানীয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এলাকা বাসীর আয়োজনে নড়িয়ার ৬বারের এমপি, সাবেক ডেপুটি স্পিকার, জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলীসহ সকল কবর বাসির রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫এপ্রিল রাজনগর সাফিয়া বেগম নুরানীয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় বীরের রুহের মাগফেরাত কামনা দোয়া ও ইফতার মাহফিলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।
আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর মাদবর, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব মালত,রাজনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুসল্লী ওমর ফারুক,টিপু মাদবর, আব্দুল মান্নান মাদবর প্রমুখ।