মোঃ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
রংপুর অঞ্চলে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির উন্নয়ন কমকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২মে দুপুরে চেম্বার অব কমার্স ভবনের হলরুমে এই উন্নয়ন কমকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উন্নয়ন কমকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রেসিডেন্ট বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, সৈয়দ সুলতান মাহমুদ, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন আয়নাল, মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন মোঃ সিদ্দিকুর রহমান প্রকল্প ইনচার্জ ও সমন্বয়কারী রংপুর অঞ্চল, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড।