শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৯

যানজটের নগরী শরীয়তপুর, জনদুর্ভোগ এখন চরমে

জুলাই ১৬, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুরঃ

পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কে বাড়ছে যানবাহন চলাচল। শরীয়তপুর-ঢাকা সড়কটি সরু হওয়ায় নগরীর প্রধান প্রধান সড়কে বাঁধছে যানজট। রাস্তায় যানবাহনের ভিড় ঠেলে সময়মত গন্তব্যে যেতে পারছেন না এই সড়কে চলাচলকারী যাত্রীগণ। শনিবার (১৬ জুলাই ) বেলা ১১ শরীয়তপুর কোটাপাড়া থেকে নড়িয়া জামতলা, জাজিরা টিএনটি মোড়, আরাচন্ডির মোড়,ক্লাব মোড়, কাজির হাট থেজে পদ্মাসেতুর টোল প্লাজা পর্যন্ত আসতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের জটলা বাঁধতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি জটলা দেখা গেছে জাজিরা টিএনটি মোড়, কাজির হাট, ক্লাব মোড় ও কোটাপাড়া ব্রীজ এলাকায়। এমনিতেই রাস্তা সরু আবার এখানকার রাস্তার দু’পাশে দোকানিদের দৌরাত্ম্য এবং চালকদের স্বেচ্ছাচারিতায় যানজটের নাকাল অবস্থা হচ্ছে যাত্রীসহ পথচারীদের।

ঈদের ছুটি শেষে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা দেন পাটানীগাও গ্রামের নয়ন মোল্লা, শরীয়তপুর বাস স্টান থেকে গাড়িতে উঠে ডগরী এলাকায় গেলে পরেন জ্যামে। ঘন্টা খানিক জ্যামে আটকে থাকার পরে বাধ্য হয় গাড়ি থেকে নেমে বাড়ি চলে আসতে ।

যানজটের বিষয়ে যানতে চাইলে নয়ন মোল্লা বলেন, আমাদের স্বপ্নের পদ্মাসেতু আমরা পেয়েছি কিন্তু পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাওয়ার জন্য রাস্তা পাইনি। আমাদের শরীয়তপুরের যে সরু সড়ক তা দিয়ে এতো বড় গাড়ি চলতে পারেনা। তাই আমি অনুরোধ করি এই জেলার জনপ্রতিনিধিগণ যাতে এই রাস্তা তারাতাড়ি ফোর লেন করার ব্যবস্থা করেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur