মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:০৪

মোটেক্স ভীম সখিপুর সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

অক্টোবর ৭, ২০২২            

হারুন আর রশিদ,স্টাফ রিপোর্টরঃ

শরীয়তপুরের সখিপুরে মোটেক্স ভীম সখিপুর সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭অক্টোবর বিকালে সারে ৪ টায়  সখিপুর ইসলামিয়া বহুমুখী স্কুল মাঠে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চরফেলিজ স্পোর্টিং ক্লাবকে  পরাজিত করে ৩ গোলে চরকুমারিয়া ফুটবলএকাদশ বিজয়ী হয়।

এসময়ে উপস্থিত ছিলেন চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল মোল্ল্যা, আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম সরদার, ডি এম খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মহসিন হক আবু বেপারি প্রমুখ। এছাড়াও সখিপুর থানার হাজারো দর্শক উপস্থিত ছিলেন ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur