হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ হাফেজ মাওলানা মোঃ কামালুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে জাতীয় বীর
কর্নেল (অব:) শওকত আলী সকল কবর বাসীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬এপ্রিল এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী।
এসময় ইফতার মাহফিলে আরও অংশগ্রহণ করেন সাবেক যুবলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সী, আব্দুর রহমান ঢালী, আব্দুল লতিফ, আতাউর রহমান কাজী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাওসার বেপারী, চরভাগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, সখিপুর থানা যুবলীগ নেতা হারুন আর রশিদ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিল শেষে মূলফৎগঞ্জ হাফেজ মাওলানা মোঃ কামালুদ্দিন দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সাথে অবস্থিত কবর জিয়ারত করেন ডাক্তার খালেদ শওকত আলী।