হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী মূলফতগঞ্জ মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার করলেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী। গত কয়েক বছরের ন্যায় এ বছরও মাদ্রাসার ছাত্রদের সাথে ইফতার করেন তিনি।
বুধবার উপজেলার মূলফতগঞ্জ মাদ্রাসার মসজিদে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলীর উদ্যোগে নিজ অর্থায়নে ওই মাদ্রাসার ছাত্রসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার রোজাদারদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।