হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগে সাবেক সাধারণ সম্পাদক , সাবেক পানিসম্পদ মন্ত্রী প্রয়াত আলহাজ আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ । ২০১১ সালের ২৩ ডিসেম্বর এই দিনে আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম পুরোধা।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর জানান, প্রয়াত জাতীয় নেতা আলহাজ আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকীতে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আলহাজ আব্দুর রাজ্জাকের ১১তম মৃত্যুবার্ষিকীতে তার বড় সন্তান সংসদ-সদস্য নাহিম রাজ্জাক জানান, তার বাবার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর সকাল ৮টায় বনানী কবরস্থানে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ ও আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন জাতীয় নেতারাসহ সর্বস্তরের জনগণ।