মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাদারীপুর অঞ্চলে বীমা দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার ( ২১ মে ) বেলা ৩ টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর ও বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও , বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য বিএম ইউসুফ আলী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক উপ সচিব মোঃ আনিস উদ্দিন মিয়া , কোম্পানি উর্ধ্বতন উপ – ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন , মোঃ হাবিবুর রহমান , উপ – ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন ও মোঃ এনামুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান ।