শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৯

মন্দিরের জমি দখলের দায়ে বুড়িরহাটে মানিক ব্যানার্জীর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ সমাবেশ

মার্চ ২৪, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাটে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সম্পত্তি রক্ষা ও উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক মানিক ব্যানার্জীর কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়। শুক্রবার২৪মার্চ সকাল ১০টায় শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বুড়িরহাটে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  করেন। এসময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বুড়িরহাট মেইন সড়ক প্রদক্ষিণ  শেষে বুড়িরহাট আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে শরীয়তপুর চাঁদপুর সড়কে জমি দখল কারি মানিক ব্যানার্জীর কুশ পুত্তলিকা দাহ করে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।

উপস্থিত বক্তারা বলেন মানিক ব্যানার্জিকে মন্দিরের সভাপতি বানানোর পরে মন্দিরের সম্পত্তি তিনি নিজের নামে করে নেন। পরবর্তীতে বারবার তাকে বলার পরেও মন্দিরের নামে জমি দেই দিচ্ছি বলে এখন পর্যন্ত দিচ্ছে না। এ বিষয়টি এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লা  মন্দিরের নামে জমি লিখে দেওয়ার জন্য বলার পরও তিনি মন্দিরে নামে দিচ্ছে না। আমরা এর নিন্দা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী রাধা মাধব মন্দির কমিটি সভাপতি শ্রী বিশ্বনাথ বোস, সাধারন সম্পাদক শ্রী রাম কৃষ্ণ দেবনাথসহ অসংখ্য পুরুষ ও মহিলা ভক্ত ও স্থানীয় ব্যক্তিবর্গ।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur