শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫১

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে মাসব্যাপী খেলার আয়োজন

সেপ্টেম্বর ১০, ২০২২            

নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই শব্দটি এ বর্তমান সভ্যতায় প্রযোজ্য নয়। কারণ যান্ত্রিক মোবাইল সভ্যতায় যুবসমাজ আজ ধ্বংসের পথে। যুবসমাজ এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত হয়ে রাতকে বানিয়ে ফেলেছে দিন, হয়ে যাচ্ছে মেধাশূন্য। হয়ে যাচ্ছে মানসিক বিকারগ্রস্ত ঢুকে যাচ্ছে মাদক নেশায়। সমাজে বেড়েছে অপকর্ম। স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। যুবসমাজ এবং ইস্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় ফিরিয়ে আনার জন্য গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে উদ্বোধন হলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি হ্যান্ডবল ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২। উদ্বোধন করেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক সফলতম আইজিপি একে এম শহিদুল হক বিপি এম, পিপি এম।

উদ্বোধন শেষে তিনি তার বক্তব্য বলেন মাসব্যাপী এ আয়োজনে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মোট ৩২ টি দলের অংশগ্রহণে মনমুগ্ধকর খেলা অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই তাই আমাদের এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি বছর খেলাধুলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যগণ বেগম শামসুন্নাহার রহমান সাবেক সভানেত্রী পুনাক সম্মানিত ট্রাস্টি  সদস্য শাকিব বিন শহীদ ও গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন। ১০ সেপ্টেম্বর ২০২২ বেলা ১১ঃ০০ টার দিকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের মাঠে মাসব্যাপী খেলার প্রথম খেলাটি শুরু হয়। মাঠে ফুটবল কিক দিয়ে প্রথম খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক একে এম শহিদুল। এ খেলা চলবে মাসব্যাপী।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur