রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৩২

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ৮ ইউনিয়নের ২৩ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

ডিসেম্বর ২৫, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ৮টি ইউনিয়নের ৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ দাবী প্রার্থীদের। এই ইউনিয়ন গুলোতে ২৬ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর, ডিএম খালি, চরসেন্সাস, চরভাঘা, আর্শিনগর, দক্ষিণ তারাবুনিয়া, চর কুমারিয়া, উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ৭৪ ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
অধিক ঝুকিপূর্ণের মধ্যে রয়েছে ডিএম খালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৬১ নং চড় সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , ৮ নং ওয়ার্ড, ৭২ নং চড় পাইয়াতলি সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ,৮নংওয়ার্ড, ৩২নং চরপ্রাইয়া তুলি সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সখিপুর সদর ইউনিয়ন, ৫ নং ওয়ার্ড ৪৯ নং সখিপুর ভোট সরকারি প্রাথমিক বিদ্যালয় , ৩নং ৫৫ নং রাঁড়ি কান্দি হাজি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ তারাবুনিয়া, ৫ নং ওয়ার্ড,১০ নং মালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং মালবাজার ঈদগা মাঠ ফোরকানিয়া মাদ্রাসা গোপালদী,৭নং ওয়ার্ড ৬৮ নং মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ড কিরন নগর উচ্চ বিদ্যালয়। আরশিনগর ইউনিয়ের ১-২-৩ ও ৬ নং ওয়ার্ড রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। চরভাগা ইউনিয়নের ৯টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণের আওতায় রয়েছে। এই ইউনিয়নের আনারস প্রতীক প্রার্থী দেলোয়ার হোসেন বেপারীর পোস্টার-ব্যানার রাতের বেলা দুর্বৃত্তরা ছিড়ে ফেলে।


এবিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমদ্দিন বলেন, প্রত্যেকটা সেন্টারি আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। যাতে ভোটার শান্তিপূর্ণ ভাবে তাদের ভোট দিতে পারেন। কোন প্রকার অশান্তি বিশৃঙ্খলা ছাড়াই যাতে সুষ্ঠু সুন্দর ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাদের বলা হয়েছে। আশাকরি সকলের সার্বিক সহযোগিতায় একটা ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ওই ৮ টি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে মোট ভোটার ১লাখ ২৮ হাজার ১৬১জন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur