শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:২৫

ভেদরগঞ্জে বাস খাদে পড়ে ৩০ যাত্রী আহত

মে ৩১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ভেদরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে বাসের ৩০ যাত্রী আহত হয়েছে।মঙ্গলবার (৩১ মে) সকাল ১০টায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা সাতক্ষীরা থেকে অন্তত ৪০ যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রাম যাচ্ছিলো। ভেদরগঞ্জ উপজেলার আঞ্চলিক মহাসড়কের পাপরাইল এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে বাসের ৩০ যাত্রী আহত হয়। আহতদের  ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটির যাত্রী আবুল কালাম বলেন, রায়েন্দা থেকে চট্টগ্রামে বাড়িতে যাচ্ছিলাম। বাসটি ভালোভাবেই যাচ্ছিল।বাসের গতিও স্বাভাবিক ছিল।বাসের যাত্রীদের মধ্যে কেউ কেউ ঘুম ঘুম অবস্থায় ছিল। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছে। পরে বাসটি রাস্তার পাশে পড়ে যায়।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জিএম আমির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তবে আমরা আসার পরে স্থানীয়দের সহযোগীতায় আহত ১৪ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।এর আগে স্থানীরা আহত অনেককে হাসপাতালে নিয়ে যায়।

ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগে আহত যাত্রীদের হাসপাতালে পাঠাই। বাসটি চালক ও হেলপার পালিয়েছে। বাসটি উদ্ধার করে আটক করার পরে ব্যাবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে গিয়েছি। প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। চালক হেলপারকে খুজে পাওয়া যায়নি। আমরা বাসটি উদ্ধারের জন্য রেকার খবর দিছি । আসলেই বাসটি উদ্ধার করা হবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur