শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৯

ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেলওয়ের কাজ ৭১ শতাংশ সম্পন্ন: রেলমন্ত্রী

সেপ্টেম্বর ৭, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ের কাজ ৭১ শতাংশ এর মধ্যেই সম্পন্ন হয়েছে।আজ (মঙ্গলবার-৭ই সেপ্টেম্বর) তিনি আরো বলেন আমাদের পরিকল্পনা রয়েছে পদ্মাসেতুর সড়ক যোগাযোগের সাথেই রেল পথ খুলে দেওয়া।

কোনও কারণে সেটা বিলম্ভ হলে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে।তবে সেতুর সাথে সংযুক্ত সকল কাজ দ্রুত এগিয়ে চলছে বলে এ জানান মন্ত্রী।

তিনি মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় রেলযোগে মুন্সীগঞ্জ প্রান্তের লৌহজংয়ের কাজীর পাগলা থেকে জাজিরা পদ্মাসেতু পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পদ্মা সেতুর নিচে রেলপথ বসানোর কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রীনূরুল ইসলাম সুজন।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেনতিনি।মন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বরে দোতলা পদ্মা সেতুর নিচে রেলপথ বসানোর কাজ শুরু করতে না পারলে সড়ক পরিবহনের সঙ্গে ২০২২-এর জুনে ট্রেন যোগাযোগ চালু সম্ভব হবে না। মূল পদ্মাসেতুর ওপর রেলপথ বসানোর অংশটি আগামী ডিসেম্বরের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur