মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:
পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাহ্মণবাড়ীয়া অঞ্চলে বীমা গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার ১ জুন ব্রাহ্মণবাড়ীয়া জেলা শহরের “স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সম্মানিত প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী স্যার।
কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।