হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
বুড়িরহাটে বিআরটিসি বাস কাউন্টারের ব্যানার ছিড়ে নেওয়ায় অভিযোগ শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে প্রচার সম্পাদক আব্দুল মান্নান বেপারীর বিরুদ্ধে। শুক্রবার সকাল ৯টায় এই ব্যনার ছিড়েন বলে জানান এলাকাবাসী
ঘটনাস্থলে গিয়ে জানা যায় সকাল ৯ টায় শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে প্রচার সম্পাদক আব্দুল মান্নান বেপারী বুড়িহাট বাজারে বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে ব্যানার ছেড়ে ফেলেন।
বুড়িরহাটে স্থানীয় এলাকাবাসী বলেন, বুড়িরহাটে বিআরটিসি’র বাস কাউন্টার হওয়াতে আমরা এলাকাবাসী অনেক খুশি হয়েছিলাম। যে আমাদের ভোগান্তি কমে গেছে, আমরা বুড়িরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। তারপরে দেখি বুরিরহাটের কাউন্টারে ব্যানার ছিঁড়ে নিয়ে যায় ও কাউন্টার বন্ধ করার নির্দেশ দেয় আব্দুল মান্নান বেপারী। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি।
বুড়িরহাটে বিআরডিসি বাস কাউন্টারের দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাকের সহায়তায় বিআরটিসি বাস চালু করা হয়। চালুর পর থেকে মালিক সমিতি বাধা দেওয়াতে কয়েকদিন বন্ধ থাকে বিআরটিসি বাস। পরে মালিক সমিতি ও জেলা প্রশাসকের নির্দেশে বিআরটিসি চালু হয় গোসারহাট উপজেলায়। কিছুদিন আগে ডামুড্যা উপজেলায় বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়। এরই ধারাবাহিকতায় আমি বিআরটিসের অনুমোদন এনে বুড়িরহাটে একটি কাউন্টার চালু করি আজ। সকালে কাউন্টার খুলতেই শরীয়তপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে প্রচার সম্পাদক আব্দুল মান্নান বেপারী আমার কাউন্টারের বিআরটিসের ব্যানার ছিঁড়ে নিয়ে যায়। পরবর্তীতে আবার দিয়ে গেছে এবং বলছে তাদের মালিক কে নিয়ে এর একটা সমাধান আসবে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মান্নান বেপারী বলেন,আমি সকালে এসে দেখি এখানে বিআরটিসি’র নতুন কাউন্টার বসানো হয়েছে। তারপর আমি মালিক সমিতির কাছে ফোন দেই তারা আমাকে জানায় তাদেরকে কোন কাউন্টারের অনুমতি দেওয়া হয়নি। এরপরে আমি তাদের কাউন্টার ব্যানার খুলে দেই। আজ বিকালের মিটিং হয়ে কাউন্টারের ব্যাপারে সমাধান আসবে।