শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৫

বীমা দাবি পরিশোধে পুরস্কৃত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি

মার্চ ১, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

বীমা দাবি পরিশোধের ভিত্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে পুরস্কৃত করেছে সরকার। বুধবার (১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলীর হাতে পুরস্কার তুলে দেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতের শীর্ষস্থানীয় একটি বীমা কোম্পানি, যার সব ধরনের লাভজনক লাইফ বীমা পরিকল্প ও সেবা রয়েছে। কোম্পানিটি ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং একই বছরে এটির যাত্রা শুরু করে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২৫ কোটি টাকার অনুমোদিত মূলধনের বিপরীতে ৩ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে এর কার্যক্রম শুরু করেছে। পরবর্তীতে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির অনুমোদিত এবং পরিশোধিত মূলধন উভয়ই যথাক্রমে ৫শ’ কোটি এবং ৬০.৪৩ কোটি টাকায় উন্নীত করা হয়।

উল্লেখ্য, এ বছরই প্রথম জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে লাইফ ও নন-লাইফ খাতের ৪টি কোম্পানিকে পুরস্কৃত করে সরকার। পুরস্কার প্রাপ্ত অন্য ৩টি কোম্পানি হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur