বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস পলিসি অ্যান্ড কান্ট্রি সার্ভিসেস) এড মাউন্টফিল্ড ৬ জুলাই ২০২৩ তারিখে শরীয়তপুর জেলায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা Sds Shariatpur ও NUSA এর বাস্তবায়নাধীন RAISE প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের; বিশ্বব্যাংকের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উভিমানা বাসানিনিয়েনজি, কো-টাস্ক টিম লিডার এস আমের আহমেদ, সিনিয়র সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার আনিকা রহমান, পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও RAISE প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্ত্তী, এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। এছাড়া, বিশ্বব্যাংক, পিকেএসএফ ও সহযোগী সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
তাঁরা RAISE প্রকল্পের আওতায় তরুণ ও কোভিড মহামারিতে ক্ষতিগ্রস্ত ছোটো উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। এছাড়া, তারা শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় ‘জীবন দক্ষতা উন্নয়ন’ প্রশিক্ষণের একটি সেশন এবং মাস্টার ক্রাফটসপার্সনদের মাধ্যমে পরিচালিত শিক্ষানবিশদের হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।