শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৫৮

বিনোদপুর ইউনিয়নে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ জন

মে ৩১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে সাবেক ইউপি সদস্যকে মারধর করার জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে বিনোদপুর ইউনিয়ন আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রায় ৫০ টি বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা এমদাদ মাদবর গয়াতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে বিনোদপুর ঢালী কান্দি এলাকায় প্রতিপক্ষ তার উপর হামলা করে। এতে সে মারাত্নক আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। তার জের ধরে মঙ্গলবার ৩১ মে সকালে বিনোদপুর ইউনিয়নের গয়াতলা ঢালীকান্দি ও কাচারিকান্দি এলাকায় সাবেক মেম্বার ও বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য এমদাদ মাদবরের সমর্থকরা ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য কোব্বাছ মাদবরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রে আঘাতে প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে টেটা বৃদ্ধ স্বপন, দিদার চৌকিদার সহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাটানো হয়েছে।

বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়াডের মেম্বার কোব্বাস মাদবর বলেন, আমি কোন মারামারি সাথে জড়িত না। তবে তারা আমার বাড়ী ঘরে হামলা করেছে, আমি তা প্রতিহত করেছি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন বলেন, সাবেক মেম্বার এমদাদ মাদবর কে মারধরের ঘটনা কে কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করছে। এখন ও কোন মামলা হয়নি

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur