হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাছার কান্দি গ্রামে বাল্য বিবাহের আয়োজন করায় ইদ্রিস আলী মোল্লা (৭০) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার৭ ফেব্রুয়ারী দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের বাছার কান্দি গ্রামে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর সাথে একই ইউনিয়নের চরের কান্দি গ্রামের ইদ্রিস আলী মোল্লার ছেলে জাহিদ মোল্যার সাথে বাল্য বিবাহের আয়োজন করে। এই সংবাদটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র শুনলে তিনি তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জাহিদ মোল্যার অভিভাবক ইদ্রিস আলী মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিনোদপুর ইউনিয়নের চরের কান্দি গ্রামের ইদ্রিস আলী মোল্লাকে বাল্য বিবাহ সম্পাদনের উদ্যোগ গ্রহণ করায় বাল্য বিবাহ আইন ২০১৭ এর ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইদ্রিস আলী মোল্লার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
ইউএনও স্থানীয় কাজীদেরকে সতর্ক করে বলেন, শরীয়তপুর সদর উপজেলায় যদি কোন কাজী বাল্য বিবাহ সম্পাদন করেন তাহলে বাল্য বিবাহ নিরোধ আইন ১১ ধারায় উক্ত কাজীর সনদ বাতিলসহ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে।
এ সময় পালং মডেল থানার সন্তোষপুর পুলিশ ফাঁড়ির এসআই লিটন মোল্লা এবং অফিস সহকারী স্বপন পাহাড় উপস্থিত ছিলেন।