মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:১২

বিকেনগরে জমে উঠেছে ইউপি নির্বাচন আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মজিবর মাদবর

জুন ৩, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

জমে উঠেছে জাজিরা উপজেলার বিকেনগর ইউপি নির্বাচন জনগণের আলোচনায় এগিয়ে রয়েছেন জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মজিবর মাদবর (যার নির্বাচনী প্রতীক ঘোড়া )

বিকেনগর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জনগণের সাথে অলাপকালে তারা বলেন, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মজিবর মাদবর এর আগে চেয়ারম্যান থাকাকালে বিকেনগর ইউনিয়নে বয়স্ক-প্রতিবন্ধী বিধবা ভাতা-রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ড, নির্মাণসহ- ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন, তাই সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মজিবর মাদবরের বিকল্প আর কেউ নেই। সুখে-দুঃখে যাকে পাই সে-আমাদের বিকেনগর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান মজিবর মাদবর ভাই, আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।

বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান মজিবর মাদবর নির্বাচনী এক আলোচনা সভায় বলেন, বিগতদিনে আমি প্রায় ১০বছর বিকেনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করেছি , বিকেনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি ও তাদেরকে ভালোবাসি,আমি দীর্ঘদিন জনগণের সেবক হয়ে বয়স্ক-প্রতিবন্ধী বিধবা ভাতা, ব্রীজ কালভার্ড,রাস্তা-ঘাট নির্মাণ,ধর্মীয় সামাজিক সহ-ব্যাপক উন্নয়ন মূলক কাজকরেছি।

বিকেনগর ইউনিয়নে আমার যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে, আমি জনগণের ভালোবাসা নিয়ে পুনরায় চেয়ারম্যন প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আশাবাদী যে,আগামী ১৫ জুন নির্বাচনে বিকেনগর ইউনিয়ন বাসী আমার ঘোড়া প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন। (ইনশাআল্লাহ্ )। আমি এবার নির্বাচিত হলে আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur