রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৪৬

বিএনপি-জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের পুর্বনাওডোবায় যুবলীগের বিক্ষোভ

ডিসেম্বর ৯, ২০২২            

সাগর মিয়া, জাজিরা প্রতিনিধিঃ

বিএনপি-জামাতের দেশব্যাপী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরা উপজেলার পুর্বনাওডোবা ইউনিয়নে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ডিসেম্বর সকাল ১০টার সময় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পুর্বনাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন খান, সাধারন সম্পাদক শেখ আলম আহমেদ,সাংগঠনিক সম্পাদক আল আমিন মোড়ল, হাবিব খালাসি, রফিজ খা সহ পুর্বনাওডোবা ইউনিয়ের যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য ও পুলিশের ওপর হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের নৈরাজ্য প্রতিহত করা হবে।

 

বক্তারা আরও বলেন, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে যুবলীগ মাঠে থাকবে, মাঠে থেকেই সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি জামায়াতকে  সেটা ধ্বংস করতে দেয়া হবে না। যদি বিএনপি-জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়,  জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur