শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:০০

বিএনপি ক্ষমতায় আসলে সারাদেশে একযোগে বোমা হামলা হয়: ডা. খালেদ শওকত আলী

অক্টোবর ৫, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে একযোগে সারাদেশে বোমা হামলা হয়, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ান হয়, আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে সারাদেশে একযোগে মডেল মসজিদ নির্মাণ হয়, পদ্মা সেতু হয়, ট্যানেল নির্মান হয়, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। বৃহস্পতিবার ৫অক্টোবর বেলা সাড়ে ৩টায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেরাচাক্কী সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, চরসেনসাস ইউনিয়নের মাটি শেখ হাসিনার ঘাঁটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য গ্রামের নারীদের স্বাবলম্বী ও কর্মমুখী করেছেন। যাতে সংসার সামলেও ঘরে বসে নারীরা আয় করতে পারেন। গ্রামের অনেক সংসার এখন চলে নারীদের আয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপনারা নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনুন তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগ নেতা দুলাল খানের সভাপতিত্বে উঠান বেঠকে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সী, নড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির হোসেন, সখিপুর থানা আওয়ামী লীগ নেতা মোঃ দাদন সরদার, মাস্টার মতিউর রহমান প্রমুখ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে দুপুর থেকে চরসেনসাস ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয়রা দলে দলে বৈঠক স্থলে উপস্থিত হন। এতে বৈঠকস্থল জনসভায় পরিণত হয়ে ওঠে। ডা.খালেদ শওকত আলী উপস্থিত হওয়া মাত্র উপস্থিত স্থানীয় বাসিন্দারা ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার,’ ‘উন্নয়নের সরকার বারবার দরকার,’ সখিপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ চারসেনসাসের মাটি খালেদ শওকত আলী ভাইয়ের ঘাঁটি’ শ্লোগানে মুখরিত করে তুলেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur