মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:০১

বাংলা নববর্ষে জাজিরা হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

এপ্রিল ১৪, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি থাকা রোগীদের মাঝে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার পহেলা বৈশাখ  হাসপাতালে রোগীদের এই উন্নতমানের খাবার বিতরণ করেন  ঠিকাদার প্রতিষ্ঠা জে’বি এন্টারপ্রাইজ।

অন্যদিনের তুলনায় পহেলা বৈশাখ উপলক্ষে সকেল একটি ডিম, মিষ্টি, সেমাই, কলা

এবং কেক বিতরন করা হয়েছে। দুপুরে পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, ডাল ও সালাত বিতরন করা হয়।

এ সময়ে বিষের রোগীরা বলেন, আজকে পহেলা বৈশাখের বিশেষ দিনে উন্নতমানের খাবার পেয়ে তারা খুবেই খুশি এবং আনন্দিত

আজকে বাংলা নববর্ষে বাড়িতে সকলেই বিভিন্ন খাবার এর মাধ্যমে উদযাপন করছে তাদের মতোই আজকে আমরা রোগীরা উন্নতমানের খাবার পেয়ে যে নববর্ষ উদযাপন করতে পারব তা কখনোই ভাবি নাই।

এ সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গির চৌকিদার বলেন আমরা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কে নিয়েই বাংলা নববর্ষ উদযাপন করলাম।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur