হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
বাংলাদেশ জাতিসংঘের সাধারন অধিবেশনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করায় শরীয়তপুরে আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে রবিবার ২৭ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করেন জেলা প্রশাসন।
সকালে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় উদযাপন অনুষ্ঠান। এরপর আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা প্রধান নির্বাহী ভারপ্রাপ্ত মোঃ শামীম হোসেন, স্থানীয় সরকার প্রকৌশন অধিদপ্তর (এলজিইডি) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজীসহ জেলার সকল দপ্তরপ্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ,বিভিন্ন শ্রেণীপেশার সুধীজন ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।