মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সাথে দেখা করেছেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীসহ ইতালি আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনায় যোগ দিতে সভাপতি ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল লন্ডন যায়।
সোমবার লন্ডনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করেন তারা। মঙ্গলবার বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সাথে হাজী মোঃ ইদ্রিস ফরাজী দেখা করতে গেলে ইটালি আওয়ামীলীগ সম্পর্কে খোঁজখবর নেন এবং বলেন, প্রবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ইতালি প্রবাসী বাংলাদেশীদের তার পক্ষ থেকে শুভেচ্ছাও জানান। ইতালি আওয়ামীলীগের এই প্রতিনিধি দলটির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামীকাল বুধবার রোমে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।