হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরে এক “প্রীতি” ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১০ আগস্ট শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনো এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে শরীয়তপুর সদর১- বনাম নড়িয়া ১ গোলে সমতা করার ফলে ড্র হয় এবং পরবর্তীতে ট্রাইব্রেকার এ শরীয়তপুর সদর চ্যাম্পিয়ন হয়।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক শরীয়তপুর মোঃ পারভেজ হাসান।
শরীয়তপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা সভানেত্রী বেগম নুরজাহান হোসেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান প্রমুখ।