শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৩

বঙ্গবন্ধু দেশের জন্য ৪ হাজার ৬৮২ দিন জেলে কাটিয়েছেন, ডা.খালেদ শওকত আলী

জুন ৮, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার খালেদ শওকত আলী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ হাজার ৬৮২ দিন জেলে কাটিয়েছেন আর আমরা একদিন জেলে গেলে ও মনে হয় কিভাবে আমরা জেলে কাটাবো। আপনাদের জন্য আমাদের জন্যই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু ৪৬৮২ দিন জেল খেটেছেন। আর সবচেয়ে বেশি জেল খেটেছেন এই ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য। নড়িয়া পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক মেয়র মরহুম হায়দার আলী বাড়ির সংলগ্ন মাঠে ছয় দফা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. খালেদ শওকত আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, তাই এই ছয় দফা বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক দিন। তাই দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

নড়িয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহমান বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজগর চুন্নু, আওয়ামী লীগ নেতা হারুন চৌকিদার, ভুমখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল ঢালী, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিপ্লব মালত, জেলা মৎসজীবী লীগের সদস্য আতাউর রহমান কাজী, নড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দুকছি, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম হোসেন প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur