রাসেল বেপারী,জাজিরা থেকে:
বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবাসিকী উপলক্ষে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিন দুবলদিয়া যুব একাদশকে পরাজিত করে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার ১১মার্চ বেলা ৩টায় জাজিরার দক্ষিন দুবলদিয়া আব্দুর রাজ্জাক উচ্চবিদ্যালয় কলেজের মাঠে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারেক আলী শিকদার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল, পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর। জাজিরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর দবির হোসেন বেপারীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর রতন বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী প্রমুখ।