রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ২:৪৮

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে স্থান পেলেন জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর লেখা বই

জানুয়ারি ১৩, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স :

“দেশের লাইব্রেরিসমূহে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন প্রকল্পে- বাংলা ও বাঙালীর গর্ব, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শরীয়তপুর ২ আসনের ৬ বারের এমপি জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর লেখা বাঙালীর মুক্তিসংগ্রাম ও আমার কিছু কথা বইটি সরকারী ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয়বীর কর্ণেল (অব:) শওকত আলীর লেখা বাঙালীর মুক্তিসংগ্রাম ও আমার কিছু কথা বইটি সরকারী ভাবে অন্তর্ভুক্ত করায় শরীয়তপুর বাসীর পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও গ্রন্থাগার অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur