হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
১০জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১জানুয়ারি বিকাল ৪টায় নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, ভাষা সৈনিক গোলাম মাওলা স্মৃতি পরিষদের সভাপতি আব্দুর রহমান ঢালী, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মুরাদ মাঝী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা আল আমিন হামজা-সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীরা।