হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের সমাধিতে পূস্পস্তবক অর্পণ করেছেন ডামুড্যা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ। শনিবার সকাল সাড়ে ১০ টায় বনানী কবরস্থানে ও বেলা ১২টায় ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পূস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুজ্জামান আজম, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ (লিটন হাওলাদার) শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান (বাবুল শেখ), দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, ধানকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদী জিল্লু। ডামুড্যা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান নাহিদ প্রমুখ।