শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষ্যে গোসাইরহাটে গাছ বিতরণ করলেন ডিসি

জুন ১৯, ২০২৩            

শাহেদ আহমেদ বাবু,স্টাফ রিপোর্টারঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের জেলা প্রশাসনের উদ্যোগে পুরো জেলায় ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোসাইরহাটে গাছ বিতরণের উদ্বোধন করেন ডিসি মোঃ পারভেজ হাসান। সোমবার ১৯জুন সকাল ১১ টায় গোসাইরহাট উপজেলা পরিষদ মাঠে শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গাছ বিতরণ করেন। গোসাইরহাট উপজেলার ৩টি মাদ্রাসা, ৬টি বিদ্যালয়, ২টি কারিগরি ও ৩ টি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ২৫০০  ফলদ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণকালে শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর শরীয়তপুর জেলায় স্মরণীয় করে রাখতে এবং পারিবারিক বনায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করে গোসাইরহাটে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৫০০ গাছ বিতরণ করা হচ্ছে।

এসময় গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির , সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদ হোসেনসহ সকল দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur